ডাঙ্গাপাড়া প্রামানিক পাড়ায় দুই দিনব্যাপী ইছালে সওয়াব ও কোরআন তাফসির মাহফিল

মরহুম একরামিয়া আনছারিয়া মুর্শিদাবাদী পীর কর্তৃক স্থাপিত ১৩৪০ সন ভোগডাবুরী ডাঙ্গাপাড়া হলদিবাড়ি ছানি ইছালে ছওয়াব ও কোরআন তাফসীরের ৯১ তম সম্মেলন ৮ ও ৯ মাঘ ১৪৩১ বাংলা মোতাবেক ২২ ও ২৩শে জানুয়ারি ২০২৫ রোজ বুধবার ও বৃহস্পতিবার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া প্রামানিক পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। দুইদিনব্যাপী ইছালে ছওয়াব ও কোরআন তাফসীরের
‎প্রথম দিনে 
‎সভাপতিত্ব করবেন জনাব মোঃ লুৎফর রহমান ।
‎প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি এনামুল হক-শিক্ষক, রিয়াজুল কুরআন মডেল মাদ্রাসা এয়ারপোর্ট ঢাকা। বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান -শিক্ষক, আল জামিয়াতুল ইসলামিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও খতিব বড় জুম্মা জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে আরো তাফসীর পেশ করবেন মোঃ রবিউল ইসলাম -খতিব, ডাঙ্গাপাড়া প্রামানিক পাড়া জামে মসজিদ। 
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 
‎জনাব মোঃ রেয়াজুল ইসলাম (কালু) সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখা ও চেয়ারম্যান ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 
‎জনাব মোঃ আব্দুর রউফ প্রামানিক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন শাখা ও ইউপি সদস্য ২নং ওয়ার্ড। 
‎জনাব মোঃ রেজাউল করিম (রাজু) সহকারি অধ্যাপক ভাউলাগঞ্জ কলেজ। 
‎জনাব মোঃ ফারুক হোসেন রাজু অধ্যক্ষ গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ। 
‎জনাব মোঃ রেজাউল ইসলাম যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখা।
‎জনাব মোঃ রেজওয়ানুল করিম (সাজি) সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখা। 
‎দ্বিতীয় দিনে 
‎সভাপতিত্ব করবেন জনাব মোঃ আশিকুর রহমান।
‎প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন সৈয়দ হাফেজ মাওলানা বেলাল হোসেন বুলবুল কেন্দ্রীয় মহাসচিব দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশন ঢাকা। 
‎বিশেষ বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন-জনাব মোঃ জিল্লুর রহমান আরবি শিক্ষক নিমোজখানা উচ্চ বিদ্যালয়।
‎আখেরী মোনাজাত করবেন পীরজাদা শাহ সুফি সৈয়দ সেরাজুস সালেকীন-গদ্দিনসীন পীর উত্তমপুর, রংপুর। 
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আবু তালেব প্রধান শিক্ষক ডাঙ্গাপাড়া প্রামানিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 
‎জনাব মোঃ ফরিদ হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোগডাবুড়ি ইউনিয়ন শাখা। ১নং ওয়ার্ড।
‎ জনাব মোঃ আব্দুল মালেক -সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ভোগডাবুরী ইউনিয়ন শাখা ১নং ওয়ার্ড।
‎ জনাব মোঃ হামিদুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ভোগডাবুরী ইউনিয়ন শাখা ২নং ওয়ার্ড। 
‎জনাব মোঃ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোগডাবুরী ইউনিয়ন শাখা ১নং ওয়ার্ড।
‎জনাব মোঃ মকবুলার রহমান-বিশিষ্ট সাংবাদিক দেশ বুলেটিন, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট,উত্তরবঙ্গের সংবাদ ও মর্নিং পোস্ট পত্রিকা।
‎উক্ত ইছালে ছওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবী হাসিল করুন।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post