রংপুরে গোপন অভিযানে গ্রেফতার সাবেক এমপি আফতাব উদ্দিন


নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন সরকারকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গ্রেফতার করেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া মহল্লার গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আফতাব উদ্দিন সরকার রংপুর নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমন করার অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post