মাগুরায় বেড়াতে এসে পাশবিক নির্যাতনের শিকার হওয়া সেই শিশুটি আর বেঁচে নেই। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।"
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত ৮ মার্চ সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শিশুটি তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। প্রথম দুটি ঘটনায় চিকিৎসকদের চেষ্টায় তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি।
শিশুটির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠেছে।
Tags
অপরাধ ও দুর্নীতি