"গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ" মাঠে ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্প ( ২য় পর্যায় ) এর উদ্যোগে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের জন্য বাংলার ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে । ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের "গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ" মাঠে বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিনিয়র আই ডি এস -ঢাকা, আই ডি এস - রংপুর, কিউসি-রংপুর, ইউ এন ও - ডোমার, উপজেলা ইঞ্জিনিয়ার, সহকারী প্রকৌশলী-নীলফামারী,সোসিওলজিস্ট-নীলফামারী, জেনারেল ফেসিলিটেটর-ডোমার, ১নং ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃরিয়াজুল ইসলাম (কালু),গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ-মোঃফারুক হোসেন রাজু , সীমান্ত পাড়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি- মোঃআব্দুল মালেক,সহ:সভাপতি-মোঃফারুক হোসেন,সম্পাদক- মোঃরেজাউল করিম, 
সদস্য- মোঃসুলতান,মোঃরবিউল ইসলাম শাহ, মোঃমিজানুর রহমান,মোঃআশরাফুল ইসলাম,মোঃজহুরুল হক,মোছাঃলাভলী বেগম, মোছাঃমনিরা আক্তার,মোছাঃ রোজিনা ও মোছাঃ আনোয়ারা বেগম সহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন । পটগান ও নাটক প্রদর্শনী দেখার জন্য এলাকাবাসি সহ দুর-দুরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে । সে সময় এক জাঁকজমকপূর্ন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত সকলেই মনযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করে ।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post