জাহিদুল ইসলাম স্বপন। তিনি ঢাকার উত্তরার একটি ইসলামিক স্কুলে পড়েন। পাঠ্য বই পড়ে তিনি জানতে পেরেছেন, মসজিদের মিনার মূলত আজান দেওয়ার স্থান। পূর্বযুগে মসজিদের মিনার থেকেই আজান দেওয়া হতো।
প্রাজ্ঞ আলেমরা বলেন, ইসলামের প্রাথমিক যুগে মিনার তৈরি করা হতো সেখান থেকে আজান দেওয়ার জন্য, যেন দূর-দূরান্ত পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যায়। এটাই ছিল সাহাবায়ে কিরাম ও তাদের পরবর্তীদের আমল। তারা সাধারণত মসজিদের বাইরে এসে মিনারে বা অন্য কোনো উঁচু স্থানে আরোহণ করে আজান দিতেন।
আবদুল্লাহ ইবনে শাকিক (রহ.) বলেন, সুন্নাহ হচ্ছে আজান মিনার থেকে দেওয়া এবং ইকামত মসজিদের ভেতরে দেওয়া। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ২৩৪৫)
এসব হাদিস ও বর্ণনার ওপর ভিত্তি করে ফকিহ আলেমরা মিনার বা অন্য কোনো উঁচু স্থান থেকে আজান দেওয়া সুন্নত এবং মসজিদের ভেতর থেকে আজান দেওয়া মাকরুহ বলছেন।
আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।
সুত্র:কালেরকন্ঠ
লেখক:মুফতি আবদুল্লাহ নুর
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪