মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ


আল্লাহ পাপীদের কাজ ধূলিকণায় পরিণত করবেন

ইরশাদ হয়েছে, ‘আমি তাদের কৃতকর্মের প্রতি লক্ষ করব, অতঃপর সেগুলোকে ধূলিকণায় পরিণত করব। ’
(সুরা : ফোরকান, আয়াত : ২৩)

অবিশ্বাসীদের জন্য কিয়ামতের দিন হবে কঠিন

ইরশাদ হয়েছে, ‘সেই দিন কর্তৃত্ব হবে বস্তুত দয়াময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেই দিন হবে কঠিন।
(সুরা : ফোরকান, আয়াত : ২৬)

রাসুল (সা.)-এর আনুগত্য করো

ইরশাদ হয়েছে, ‘অবিচারকারী ব্যক্তি সেদিন নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায়! আমি যদি রাসুলের সঙ্গে সত্পথ অবলম্বন করতাম। ’ (সুরা : ফোরকান, আয়াত : ২৭)

অসৎ বন্ধুর জন্য কিয়ামতে বিপদে পড়তে হবে

ইরশাদ হয়েছে, ‘(অবিচারকারীরা আরো বলবে) হায়! আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আমাকে সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ আসার পর। শয়তান মানুষের জন্য মহাপ্রতারক। ’ (সুরা : ফোরকান, আয়াত : ২৮-২৯)

কোরআনকে অকার্যকর বলো না

ইরশাদ হয়েছে, ‘রাসুল বলল, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। ’
(সুরা : ফোরকান, আয়াত : ৩০)

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post