শবে বরাত: মহিমান্বিত রাতের পবিত্র বার্তা


পবিত্রতার আলোয় উদ্ভাসিত হলো মহিমান্বিত শবে বরাত। আসমান জুড়ে যেন রহমতের বার্তা, রমজানের আগমনী সুর। ইসলাম ধর্মে শবে বরাতের গুরুত্ব অপরিসীম। ফার্সি শব্দ 'শব' অর্থ রাত এবং 'বরাত' অর্থ মুক্তি বা ভাগ্য। এই রাতে নির্ধারিত হয় মানুষের হায়াত, রিজিক ও আমল। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এই রাত পাপ মোচন ও আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সুযোগ।

শবে বরাতের মহিমায় সারা রাত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মানুষ। নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত এবং জিকির-আসকারের মধ্য দিয়ে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করেন।

শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই রাত রমজানের প্রস্তুতিরও বার্তা নিয়ে আসে। অনেকেই এ দিন নফল রোজা পালন করেন। ইফতার আয়োজনের অংশ হিসেবে প্রতিবেশীদের মধ্যে হালুয়া-রুটি বিতরণের দৃশ্য দেখা যায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী রুটি-মাংস বিতরণে থাকে উৎসবের আমেজ। তরুণেরা দলবেঁধে বিভিন্ন মসজিদে রাতভর নামাজ ও জিকিরে মশগুল থাকেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল। শুক্রবার মাগরিব থেকে ফজর পর্যন্ত চলবে এই আয়োজন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ওয়াজ করবেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করবেন।

শবে বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে শবে বরাতের তাৎপর্যবাহী বিশেষ নিবন্ধ। সরকারি ও বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা।

শবে বরাত কেবল একটি রাত নয়, এটি আত্মশুদ্ধির এক মহান আহ্বান। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, তওবা এবং ইবাদতের মাধ্যমে আমরা পেতে পারি আল্লাহর অসীম রহমত। আসুন, আমরা সবাই এই মহিমান্বিত রাতে নিজেকে শুদ্ধ করি, পাপ মোচনের জন্য প্রার্থনায় মগ্ন হই এবং দেশ, জাতি ও সমগ্র মানবতার জন্য কল্যাণ কামনা করি।

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post