কোরআনে
আল্লাহতয়ালা ইরশাদ
করেন, ‘আর আমি
প্রত্যেক রাসুলকে তার
জাতির ভাষাতেই
অহিসহ পাঠিয়েছি,
যাতে করে সে
স্পষ্টভাবে আমাদের
কথা তাদের বুঝিয়ে
দিতে পারে।’ -সুরা
ইবরাহিম : ৪
সকল জাতিকে
হেদায়েতের জন্য যেমন
আল্লাহপাকের পয়গম্বর
এসেছেন, তেমনি সকল
জাতির স্ব-স্ব
ভাষাতেই
আল্লাহতায়ালার অহি
নাজিল হয়েছে।
আল্লাহতায়ালা
প্রত্যেক জাতির স্বীয়
মাতৃভাষাকে যথাযথ
মর্যাদা দিয়ে তাদের
নিজস্ব ভাষায়
আসমানি কিতাব
অথবা কিতাববিহীন
প্রত্যাদিষ্টকে অহি
দ্বারা পাঠিয়েছেন।
একেক জাতির জন্য
একেক ভাষা সৃষ্টি করা
এটা আমাদের ওপর
আল্লাহতায়ালার
বিশেষ কৃপা। আর না
হয় মানুষ ভাষার
মর্যাদা বুঝত না।
মানুষের ভাষা ও
বর্ণের বিভিন্নতার
সঙ্গে তার উন্নতি
ওতপ্রোতভাবে জড়িত।
আল্লাহতায়ালা
ইরশাদ করেন, আর তার
নিদর্শনাবলীর মাঝে
রয়েছে আকাশসমূহের ও
পৃথিবীর সৃজন এবং
তোমাদের ভাষা ও
রঙের বিভিন্নতাও।
নিশ্চয় এতে
জ্ঞানীদের জন্য অনেক
নিদর্শন রয়েছে। -সুরা
আর রূম : ২২
ভাষা ও রঙের এই
বিভিন্নতা
সুপরিকল্পিত, যার
পশ্চাতে
পরিকল্পনাকারীর
অস্তিত্ব বিদ্যমান।
আকাশমালা ও
বিশ্বজগত সেই
পরিকল্পনাকারীর
সৃষ্টি। বর্ণের ও ভাষার
বিভিন্নতার ফলে
বিভিন্ন সভ্যতা ও
সংস্কৃতির আগমন-
নির্গমন ঘটে চলেছে।
কিন্তু এই বিভিন্নতার
অন্তরালে
স্থায়ীভাবে প্রবহমান
রয়েছে একটি বিশাল
একতা ও মানবতার
ঐক্য। আর মানবতার এই
ঐক্য যুক্তিগ্রাহ্যভাবে
আমাদেরকে সিদ্ধান্ত
নিতে বাধ্য করে যে
সৃষ্টিকর্তাও একজনই।
মানবজাতির সূচনালগ্ন
থেকেই মানুষ ভাষার
ব্যবহার করছে। পরে
এলাকা পরিবর্তনের
সঙ্গে সঙ্গে ভাষারও
পরিবর্তন হতে থাকে।
এভাবেই সূচনায়
মানুষের রংও ছিল একই
রকম। এরপর গ্রীষ্ম, শীত
এবং নাতিশীতোষ্ণ
অবস্থা অনুযায়ী
মানুষের রংয়ে
পরিবর্তন হতে থাকে।
আমাদের ভাষা হচ্ছে
বাংলা, কেউ যদি
ভাবেন যে, বাংলাতে
আল্লাহপাকের কাছে
চাইলে তিনি কি তা
শুনবেন? এর উত্তরে বলা
যায়, অবশ্যই
আল্লাহপাক শুনবেন,
কেননা তিনি বলেছেন,
সকল ভাষাই তার সৃষ্ট
এবং সব ভাষাতেই
নবী-রাসুল
পাঠিয়েছেন।
তাই কোনো ভাষাই
আল্লাহপাকের কাছে
মর্যাদার দিক থেকে
কম নয়। আর এজন্য সবাই
নিজ নিজ ভাষায়
মনের ভাব প্রকাশ
করতে স্বাচ্ছন্দ পায়।
বাংলা ভাষা
বাঙালি হিন্দু,
মুসলমান, বৌদ্ধ,
খ্রিস্টানসহ অন্যান্য
ধর্মাবলম্বী সবার
মাতৃভাষা। এই ভাষার
মর্যাদার প্রতিষ্ঠার
ক্ষেত্রে সকল
ধর্মাবলম্বীদের রয়েছে
অবদান।
আমাদের সবার
দায়িত্ব, আমাদের
লেখায়, কথায়, চলনে-
বলনে মাতৃভাষাকে
আরও বেশি করে
বিশুদ্ধভাবে তুলে ধরার
চেষ্টা করা,
আল্লাহপাক আমাদের
সকলকে নিজ ভাষার
গুরুত্ব অনুধাবন করার
তওফিক দান করুন,
আমিন।