আমরা সকলেই জানি , নামাজ বেহেশতের চাবি। প্রত্যেক মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘উত্তম আমল কোনটি?’ এমন প্রশ্নের জবাবে বলেছেন, "প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রথম ওয়াক্তে নামাজ আদায় করাই হলো সর্বোত্তম আমল। " অর্থাৎ নামাজকেই সর্বোত্তম আমল বলা হয়েছে।
কিন্তু নামাজের পাশাপাশি আরো কিছু আমল রয়েছে যা হয়ত আমরা সকলেই জানি না। এ বিষয়ে হযরত উবাদা ইবনে সামেত রা. থেকে বর্ণিত
একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি-
১। কথা বললে সত্য বলবে।
২। ওয়াদা করলে পূর্ণ করবে।
৩। আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে।
৪। লজ্জাস্থানের হিফাজত করবে।
৫। দৃষ্টি অবনত রাখবে।
৬। হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।
[মুসনাদে আহমাদ]
উপরোক্ত কার্যাবলী যথাযথ পালন করতে পারলে দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মর্যাদা ও সম্মানের আসনে আসীন করবেন এবং তার সব কর্মের উজ্জ্বল্য আল্লাহ বৃদ্ধি করেবেন। তাই আল্লাহ তাআলা সবাইকে খারাপ কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে ভালো আলমলগুলো যথাযথভাবে পালনে সচেষ্ট হওয়ার তাওফিক দান করুন। আমিন।