৫২'র চেতনা, ৭১'র লড়াই থেকে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে ছাত্র-জনতা :সারজিস আলম

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪—একই চেতনার প্রবাহ। ১৯৫২-এর ভাষা আন্দোলনের আত্মত্যাগ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গৌরব এবং ২০২৪-এর সংগ্রামের স্পিরিট ধারণ করে ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দৃঢ় কণ্ঠে এ কথাই উচ্চারণ করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা আমাদের পূর্বসূরিদের উত্তরসূরি। ১৯৫২ সালে আমাদের পূর্বজনেরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন, বাধার মুখে পড়েছিলেন, রক্ত দিয়েছিলেন। তবুও তারা পিছপা হননি। সেই আত্মত্যাগের উত্তরাধিকার হিসেবেই ১৯৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর আজকের প্রজন্ম সেই চেতনা বুকে ধারণ করেই সামনের বাংলাদেশ গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।"

তিনি আরও বলেন, "২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা যখন তাদের ন্যায্য দাবিতে রাজপথে নেমেছে, তখনও বাধা এসেছে, প্রতিরোধের চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা ইতিহাস থেকে শিখেছি—ন্যায়সঙ্গত দাবির আন্দোলন দমন করা যায় না। আমরা লড়েছি, জীবন দিয়েছি, এবং স্বৈরাচারকে উৎখাত করেছি।"

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি বলেন, "যে চেতনার আলোয় ভাষা শহীদরা প্রাণ দিয়েছেন, যে চেতনায় মুক্তিযুদ্ধের বিজয় ছিনিয়ে আনা হয়েছে, সেই একই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলব। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই আগামীর পথরেখা নির্ধারণ করবে।"

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post